| |
               

মূল পাতা করোনাভাইরাস বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ১৯ লাখ


বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ১৯ লাখ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     07 January, 2021     11:21 AM    


মহামারী করোনাভাইরাসে মৃত্যুর মিছিল থামছেই না। দেশে দেশে নতুন করে করোনার প্রকোপ শুরু হয়েছে। কোথাও দ্বিতীয় ঢেউ, কোথাও করোনার নতুন ধরনে বিপর্যস্ত বিশ্ব। এ পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ গেছে বিশ্বের প্রায় ১৯ লাখ মানুষের।

তথ্য অনুযায়ী, এ ভাইরাসে বর্তমানে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি ৭৬ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ৯০ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার ৫০৩ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ৯০ হাজার ৭৮৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৩১ লাখ ২৭ হাজার ৯৫৯ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম চীনের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। ৮ মার্চ প্রথম বাংলাদেশে কোনও করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে প্রথম কোনও ব্যক্তির করোনায় মৃত্যু হয়।
-জেড