| |
               

মূল পাতা করোনাভাইরাস করোনার উৎপত্তি তদন্তে বাধা দিচ্ছে চীন : ডব্লিওএইচও


করোনার উৎপত্তি তদন্তে বাধা দিচ্ছে চীন : ডব্লিওএইচও


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     06 January, 2021     10:40 AM    


মহামারি করোনাভাইরাসের উৎপত্তি তদন্তে চীন বাধা দিচ্ছে  বলে অভিযোগ করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, দেশটির হুবেই প্রদেশের উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের যাওয়ার কথা থাকলেও প্রবেশের অনুমতি দেয়নি বেইজিং।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসাস।

চীনের বিরুদ্ধে শুরু থেকেই করোনাভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগ আছে। এমনকি সেদেশে আক্রান্তের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেছে বিশ্বনেতাদের। পরবর্তীতে অবশ্য চীন এক সরকারি ঘোষণায় সেদেশে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার ঘোষণা দেয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম চীনের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। ৮ মার্চ প্রথম বাংলাদেশে কোনও করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে প্রথম কোনও ব্যক্তির করোনায় মৃত্যু হয়।
-জেড