| |
               

মূল পাতা জাতীয় আসছে তীব্র শৈত্যপ্রবাহ : তাপমাত্রা নামতে পারে ৪-৬ ডিগ্রিতে


আসছে তীব্র শৈত্যপ্রবাহ : তাপমাত্রা নামতে পারে ৪-৬ ডিগ্রিতে


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     04 January, 2021     02:41 PM    


দেশে জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একমাস মেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারিতে দেশে ১-২টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। তাপমাত্রা নেমে আসতে পারে ৪-৬ ডিগ্রি সেলসিয়াসে।

এতে বলা হয়, বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

গত ১৮ থেকে ২৩ ডিসেম্বর ও ২৬ থেকে ৩১ ‍ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যায়। গত ১৯ ডিসেম্বর রাজারহাটে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
-জেড