| |
               

মূল পাতা উপমহাদেশ মধ্য প্রদেশে জোরপূর্বক ধর্মান্তরবিরোধী বিল পাস


মধ্য প্রদেশে জোরপূর্বক ধর্মান্তরবিরোধী বিল পাস


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     28 December, 2020     10:35 AM    


উত্তর প্রদেশের পর এবার জোরপূর্বক ধর্মান্তরবিরোধী বিল পাস করল ভারতের দ্বিতীয় রাজ্য- মধ্য প্রদেশ। রোববার (২৮ ডিসেম্বর) রাজ্যের মন্ত্রিসভার জরুরি বৈঠকে সর্বসম্মতিতে গৃহীত হয় ‘ধর্ম স্বতন্ত্র বিধায়ক-২০২০’ বিলটি। আইনে পরিণত করতে বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে সেটি উত্থাপন করা হবে। জোরপূর্বক ধর্মান্তরিত করা নারী ও তার সন্তানকে নেওয়া হবে প্রশাসনিক হেফাজতে। এনডিটিভি।

এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি এবং বিবাহের সঙ্গে জড়িত পণ্ডিত বা মাওলানাকেও ভোগ করতে হবে শাস্তি। পরোয়ানা ছাড়াই গ্রেফতারের এখতিয়ার পাবে পুলিশ, সঙ্গে ন্যূনতম ৫ বছরের সশ্রম কারাদণ্ড। তবে নিজেকে নির্দোষ দাবি করার জন্য অপরাধী পাবেন দুই মাস সময়। এর মধ্যে স্বেচ্ছায় নারী ধর্মান্তরিত হয়েছেন- সেটি প্রমাণ না করা গেলে ভোগ করতে হবে ১০ বছরের জেল। গুণতে হবে ৫০ হাজার থেকে লাখ রুপি জরিমানা।

-জেড