| |
               

মূল পাতা সারাদেশ মাত্র ৮৬ দিনে কুরআনে হাফেজ হলো ১২ বছর বয়সী জাকারিয়া হুসাইন


মাত্র ৮৬ দিনে কুরআনে হাফেজ হলো ১২ বছর বয়সী জাকারিয়া হুসাইন


রহমত টোয়েন্টিফোর ডটকম     24 December, 2020     01:00 PM    


মাত্র ৮৬ দিনে পুরো কুরআন মুখস্থ করে কোরআনে হাফেজ হলো ১২ বছর বয়সী মাদ্রসার ছাত্র মো. জাকারিয়া হুসাইন। এতো অল্প বয়সে এবং সংক্ষিপ্ত সময়ে হিফজুল কোরআন সমাপন করায় মাদ্রাসা কর্তৃপক্ষসহ এলাকাবাসী হাফেজ মো. জাকারিয়াকে সংবর্ধনা প্রদান করেছে। 

মো. জাকারিয়া হুসাইন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই কবরস্থান সংলগ্ন আল জামিয়াতুল আহলিয়াতুল আমিনিয়া (তামাই কবরস্থান মাদরাসা) মাদরাসার ছাত্র। ওই মাদরাসা প্রাঙ্গনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রচুর মানুষ অংশগ্রহণ করে।

সংর্বধনা শেষে হাফেজ মো. জাকারিয়াকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। তার এই প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে হক্কান আলম হিসেবে দেখতে চান তার শিক্ষকরা।  

হাফেজ মো. জাকারিয়ার বাবা সেলিম রেজা পেশায় অটোরিক্সা চালক। লজিং থেকে পড়াশোনা করে সে এমন বিরল প্রতিভার স্বাক্ষর রেখেছে। এক ভাই দুই বোনের সংসারে জাকারিয়ার  সবার ছোট।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: